‘আলোচনা চলছে’, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘সৌদি আরব থেকে ছুটি আসা বেশিরভাগ শ্রমিকই বর্ধিত ২৪ দিনের মধ্যেই ফিরে যেতে পারবেন। যারা পারবেন না, তাদের বিষয়ে আলোচনা চলছে।’

আগামী ১ অক্টোবর থেকে সৌদি আরবে বিমানের বাতিল হওয়া সব ফ্লাইট চালু হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরব যেতে করোনা পরীক্ষার পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে। সেখানে পৌঁছে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। প্রবাসীদের টিকিট ও ভিসা নিতে শৃঙ্খলা বজায় রাখতে হবে। সেইসঙ্গে তৃতীয়পক্ষের উস্কানিতে পা না দেয়ার অনুরোধও জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, ‘বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল, তারা বলেছে সবগুলো ফ্লাইট ১ অক্টোবর থেকে চালু হবে। প্রবাসীরা যারা যারা আটক ছিলেন তারা এখন প্রত্যেকে তাদের স্ব স্ব কাজে যোগদান করতে পারবেন। হ্যাঁ, এর মধ্যে অনেকেই হয়তো ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সৌদি সরকার বলছে কোনও সমস্যা নেই। তারা রবিবার তাদের অফিস খুলবে। তখন গিয়ে তারা ভিসা নবায়ন করতে পারেন।’

মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন জারির আগে দেশে আসে কয়েক লাখ প্রবাসী শ্রমিক। আন্তর্জাতিক রুটে বিমান চলাচল স্বাভাবিক না হওয়ায় লকডাউন শেষ হলেও তারা এখন কর্মস্থলে ফিরতে পারছেন না। এরইমধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো কয়েক দফায় ভিসার মেয়াদ ৬ মাস বাড়িয়েছে। 

আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ। এই সময়ের মধ্যে কর্মস্থলে ফিরতে না পারলে তারা আর সৌদিতে ফিরতে পারবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সৌদিতে প্রায় ৮০ হাজার বাংলাদেশি প্রবাসী কর্মী রয়েছে। 

তবে এরইমধ্যে গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশি প্রবাসীদের ভিসার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব। আগামী রবিবার থেকে নতুন ভিসা ইস্যু করা যাবে। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ফ্লাইটের অনুমতিও দেয়া হয়েছে।

২৩ সেপ্টেম্বর থেকে পরবর্তী ২৪ দিন অর্থাৎ আগামী ১৯ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার।

সংশ্লিষ্ট সংবাদ