২০৩০ সালের মধ্যে মাধ্যমিকে ডিজিটাল

দেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এতে করে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৭২ জন। 

গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে আরও ১ হাজার ৫৪০ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জনে দাঁড়িয়েছে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ হাজার ১৩৯ জন রোগী সুস্থ হয়েছেন। দেশে এখন মোট সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৯২ জন। 

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। 

সংশ্লিষ্ট সংবাদ