আনুশকার মন্তব্যের জবাব দিলেন গাভাস্কার

আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে খারাপ খেলার কারণে আনুশকাকে জড়িয়ে বিরাট কোহলির প্রতি ‘অশালীন’ মন্তব্য করেছেন দেশটির জীবন্ত কিংবদন্তি সুনীল গাভাস্কার। গত বৃহস্পতিবার রাতে দুবাই স্টেডিয়ামে আইপিএলের ৬ষ্ঠ ম্যাচে এক রানে কোহলি আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার সময় ওই বাজে মন্তব্যটি করেন ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।

সেই মন্তব্যের জেরে সুনীল গাভাস্কারকে সোশ্যাল মিডিয়ায় ধুয়ে দেন বিরাট কোহলিপত্মী অভিনেত্রী আনুশকা শর্মা। ইনস্টাগ্রামে দেয়া আনুশকার সেই পোস্টের পর পাল্টা জবাব দিয়েছেন গাভাস্কার।

শুক্রবার ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘ধারাভাষ্যে সে সময় কথা হচ্ছিল যে, লকডাউনের কারণে খেলোয়াড়রা খুব কম অনুশীলনের সুযোগ পেয়েছে। যার ছাপ মাঠে পড়েছে। রোহিত, ধোনিরা ঠিকঠাক ব্যাটে-বলতে খেলতে পারেনি, কোহলিও পারেনি। অনুশীলনের ঘাটতির কারণে বেশিরভাগ ব্যাটসম্যানেরই সমস্যা হয়েছে। ওই আলোচনা প্রসঙ্গে আমি কোহলি-আনুশকার সেই ভিডিওর প্রসঙ্গে কথা বলেছি। আমরা ভিডিওতে দেখেছি, নিজেদের বিল্ডিং কমপাউন্ডে আনুশকা বোলিং করছে আর কোহলি ব্যাট করছে। এখানে সেই ঘটনাকে উদ্দেশ্য করে ওই কমেন্ট করেছি। আমি আর কোনো শব্দ ব্যবহার করিনি। এখানে আনুশকাকে দোষ দেয়া হলো কীভাবে আর আমার মন্তব্যটা অশ্লীল কী করে হলো আমি বুঝি না। ’

গাভাস্কার স্পষ্ট করে বলেন, ‘আমি আবারও বলছি, কোহলি-আনুশকার অনুশীলনের ভিডিওতে যা দেখেছি, শুধু তাই বলেছি। কারণ লকডাউনের মধ্যে কোহলি তো শুধু আনুশকার বোলিংয়ের বিপক্ষেই খেলার সুযোগ পেয়েছে। এটা জাস্ট ফান ক্রিকেট। এখানে কোহলির ব্যর্থতার জন্য আনুশকাকে দায় দেয়া হলো কীভাবে? কেউ এটাকে ভুলভাবে উপস্থাপন করলে আমার কী করার থাকে?’

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারে কোহলির ব্যাঙ্গালুরু। এমন বাজেভাবে হারের জন্য ব্যাঙ্গালুরু অধিনায়ক কোহলিকে দায়ী করা হচ্ছে। কারণ তার হাতেই পর পর দুইবার জীবন পেয়ে ১৩২ রানের টর্নেডো ইনিংস খেলেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল। ২০৭ রানের বড় টার্গেট ছুড়ে দেয় তারা।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র একরানে আউট হয়ে সাজঘরে ফেরেন কোহলি।

কোহলির এমন বাজে পারফরম্যান্সকে বোঝাতে গিয়ে সেদিন ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার হিন্দি ভাষায় বলে ওঠেন, ‘ইনহোনে লকডাউন মে বাস আনুশকা কি গেন্দোঁ কি প্র্যাকটিস কি হ্যায়।’ যার বাংলা অর্থ - ‘কোহলি লকডাউনে শুধু আনুশকার বলেই অনুশীলন করেছেন।’

পরে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইনস্টামে আনুশকা লেখেন, ‘মি. গাভাস্কার, আপনার বার্তাটা খুবই কুরুচিপূর্ণ ছিল। তবে আমি খুশি হব, যদি আপনি আমাকে জানান ঠিক কী কারণে এমন মন্তব্যের মাধ্যমে একজন স্বামীর খেলার মধ্যে তার স্ত্রীকে টেনে আনা হলো?

সংশ্লিষ্ট সংবাদ